হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়নের শুরু হতে। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।  


প্রতিবারের মত ২০  জানুয়ারি শুক্রবার শ্রুতি সিলেট আয়োজন করেছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪২৯ বাংলা। প্রতিবারের মত দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত হতে শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। থাকবে অর্ধশতাধিক পিঠার স্টল। দিনব্যাপী আয়োজনের পিঠা প্রতিযোগিতায় স্টল বরাদ্দের ফরম সমবায় মার্কেটস্থ নিউনেশন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।



এছাড়া যেকোন তথ্য'র জন্য ০১৭৩৫০২৪২০৫, ০১৭১৭৬৭৪৩১০ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬