হাওড় উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট এর বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে (৭ ডিসেম্বর) বুধবার পরিষদ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়।

 


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মন, সহ সভাপতি মনোরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, সদস্য স্বপন বর্মন, শান্ত বর্মন, ইউনুঠ শেলু প্রমুখ।

 

স্মারকলিপিতে উল্লেখিত দাবী গুলো হলো- হাওড় উন্নয়ন মন্ত্রনালয় গঠন। ছোট ছোট ডোবা নালা খাল বিল ইজারা প্রদান বন্ধের মাধ্যমে মাছের প্রজনন বৃদ্ধি করে হাওড় অঞ্চলকে প্রতিষ্ঠিত করা। চলতি কৃষি মৌসুমে সহজশর্তে কৃষি ঋণ প্রদান। স্বল্পমূল্যে সার বীজ ও কীটনাশক ঔষধ প্রদান। প্রতি মণ ধানের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ। ১৫ ফেব্রুয়ারীর মধ্যে হাওড় বেড়ি বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের মাধ্যমে ৯০ দিনের মধ্যে কৃষক যাতে ফসল ঘরে তুলতে পারে সেই ধরণের ধান বীজ আবিস্কার করে সে ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ। ক্ষতিগ্রস্থ কৃষকদের রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি প্রধান। নদী নালা খাল বিল খননের মাধ্যাম হাওড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪