সিলেটের জৈন্তাপুরে ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা ও ইউপি সচিবদের ওয়েব পোর্টাল ও অনলাইন জন্ম নিবন্ধন বিষয়ে ২দিনের প্রশক্ষিণ উদ্বোধন করা হয়েছে।

 


বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবের হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) প্রতিনিধি মো. আজিজুর রহমান।

 

অতিথিরা বলেন, বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা ও ইউপি সচিবদের ওয়েব পোর্টাল ও অনলাইন জন্ম নিবন্ধন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউপি সচিবদের ও উদ্যোক্তাদের প্রশিক্ষনের আয়োজন করা হয়। আশারাখি প্রশিক্ষনের মাধ্যমে আপনারা দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১৬