সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এসএমপি’র কোতোয়ালি থানাধীন আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিমে মহানগর হাসপাতালের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয় মো. রুবেল আহমদ (২৮) এই ব্যবসায়ী।
এসএমপি সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: তোফায়েল আহমেদ ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা বিভাগের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃতে এই অভিযান পরিচালনা কার হয়।
গ্রেফতারকৃত মো. রুবেল আহমদ (২৮) নগরের ঘাসিটুলা এলাকার মৃত আব্দুল ফাত্তার-এর ছেলে।
গ্রেফতারকৃত মো. রুবেল আহমদ পুলিশকে জানায়, সে সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে নগরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রি করে থাকে।
সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: তোফায়েল আহমেদ অভিযান ও গ্রেফতারের বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫