বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেয়ালচিত্রে ফুটিয়ে তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই দেয়ালচিত্রের উদ্বোধন করেন বলে জানান নৃবিজ্ঞানের বিভাগীয় অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
তিনি বলেন, বিভাগের সামনের দেয়ালে প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) শিক্ষার্থীদের উদ্যোগে এসব চিত্র অংকন করা হয়েছে। মূলত দেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নামক একটি কোর্স থেকে তারা অনুপ্রাণিত হয়েই এ উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা । দেয়াল চিত্রে প্রাগৈতিহাসিক, প্রাচীন, ব্রিটিশ, পাকিস্তান আমল ও বাংলাদেশ সময়ের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে।‘‘
নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাবিকুন্নাহার বলেন, ``আমাদের একটি কোর্স ছিল বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির। সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। পরে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সব বন্ধুরা মিলে কাজ করেছি। আমাদের লক্ষ্য ছিল মহান বিজয় দিবসের দিনে দেয়াল চিত্রের উদ্বোধন করার।
``গত ৫ দিনে পড়াশোনার পাশাপাশি আমরা মোট ৫০টি দেয়াল চিত্র আঁকতে পেরেছি । চিত্র আঁকতে শিক্ষক ও বড় ভাই-আপুরা অনুপ্রেরণা দিয়েছেন।
পরবর্তীতে সুযোগ পেলে সহপাঠী ও বন্ধুদেরকে নিয়ে বাংলার ইতিহাস ও সংস্কৃতির আরও ছবি আঁকার কথা জানান এই শিক্ষার্থী।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭