সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন, নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল জব্বার। বিশিষ্ট মুরব্বি মজর আলী, মনফর আলী, আমির উদ্দিন, দৌলতুর রহমান, মনফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৩