সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’ এর প্রতিষ্টাতা পরিচালক, বর্তমান ১ম সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল “প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্টীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি”র ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম বারের মতো ঘোষিত ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করেন।

 


রবিবার আগারগাঁওস্থ, সমাজসেবা অধিদপ্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি জাতীয় মানবকল্যাণ পদক-২০২০ প্রদান করেন।

 

বাংলাদেশের প্রথম ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করায় আব্দুল জব্বার জলিলকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সকল সদস্যদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

অভিনন্দন বার্তায় চেম্বার নের্তৃবৃন্দ আব্দুল জব্বার জলিলের বাংলাদেশের প্রথম “জাতীয় মানবকল্যাণ পদক-২০২০” সম্মাননা অর্জন করায় সিলেট মেট্রোপলিটন চেম্বার তথা সারা সিলেট আজ গর্বিত। অভিনন্দন বার্তায় আব্দুল জব্বার জলিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮