হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিশিষ্টজনদের চড়ুইভাতি, প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আইডিয়াল কলেজের উত্তরের হাওরে কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ'র খামারবাড়িতে এসবের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজনৈতিক ব্যক্তিত্ব বিধান কৃষ্ণ দাস, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বানিয়াচং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, চ্যানেল এস-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সুশীল দাস, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মদন মোহন চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা রনজয় দাশ বাপ্পী, কণ্ঠশিল্পী একে আজাদ, কণ্ঠশিল্পী মুবাশ্বির আহমেদ তান্না, কণ্ঠশিল্পী প্রদীপ সূত্রধর টিপু, যন্ত্রশিল্পী নয়ন মনি দাস, কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সাবেক ছাত্রনেতা জাসিদুল ইসলাম জাসু, ফুটবলার জসিম উদ্দিন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তানজিল হাসান সাগর, ডাক্তার ইলিয়াছ একাডেমির সহকারী শিক্ষক মিঠন চন্দ্র দাশ, সংস্কৃতিকর্মী বিষ্ণু, সমাজকর্মী জুবায়ের খান, জলমহাল ব্যবসায়ী আছকির আলী শাহ, হাবিবুর প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জসিম/ইআ-০২