দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কারণ এখানে ভালো কিছু হচ্ছে না।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর।
সরকার নিষেধাজ্ঞা দূতাবাসগুলোতে সর্তকতা জারি করে চিঠি দিচ্ছে এ প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, এটা তো চিঠি দেওয়ার দরকার নেই, আমরা সবাই জানি এখানে যে কাজগুলো চলতেছে, এই রাষ্ট্রের যে অবস্থা, গুম ও খুন করা হচ্ছে। নিষেধাজ্ঞা আসবে সেটা তো স্বাভাবিক। নিষেধাজ্ঞা ঠেকানোর তো বাংলাদেশ দূতাবাসের কাজ না। দেশের ভেতরে যে অন্যায়, অনিয়মগুলো ও জেল-জুলুম হচ্ছে সেটা সরকার বন্ধ না করে দূতাবাসকে ব্যবহার করে নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ যত কালো আইন আছে সবই বাতিল করা হবে। শুধু তাই নয়, সন্ত্রাস দমন যে আইন আছে সেটা সময়োপযোগী সংস্কার করা হবে।
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামরুল আহসান।
এছাড়া ঢাকা উত্তর ড্যাবের মহাসচিব ডা. এএসএম মো. মাসুম বিল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
সূত্র : ঢাকাপোষ্ট