ঢাকা সিলেট রেলওয়ে সেকসনের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলওয়ে স্টেশনে সকালে ও বিকেলে দুটি ট্রেন যাত্রা বিরতি করবে। মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে এ যাত্রা বিরতী করবে বলে সিলেটভিউকে নিশ্চিত করেছেন রেলের মহাপরিচালক ডি এন মুজমদার।
তিনি জানান, ঢাকা সিলেট রেলওয়ে সেকসনের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেলওয়ে স্টেশনে ঢাকা গামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সকালে যাত্রা বিরতি করবে। এবং বিকেলে ঢাকা থেকে সিলেটগামী কলনী এক্সপ্রেস ট্রেনটি ও যাত্রা বিরতি করবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে ট্রেনের এ যাত্রা বিরতী করা হবে।
হরষপুর রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, স্টেশন থেকে গত মাসে ৬ লক্ষ আটত্রিশ হাজার ১শত ৪৭ টাকা আয় হয়েছে।১৮৯৬ সালে হরষপুর রেল স্টেশনটি চালু হয়। ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা বিরতি উদ্বোধন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইআ-১৩