বিপিএলে রীতিমতো উড়ছে সিলেট স্ট্রাইকার্স। তবে উড়তে থাকা দলটি এবার বড়সড়ো এক ধাক্কাই খেয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার তৌহিদ হৃদয় দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠ থেকে!
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া সেল জানিয়েছে, গতকালকের ম্যাচে হাতে আঘাতপ্রাপ্ত হন তৌহিদ হৃদয়। তার হাতে ৮টি সেলাই লেগেছে।
মিডিয়া সেলের বার্তায় বলা হয়, ‘সিলেট স্ট্রাইকার্স ব্যাটার তৌহিদ হৃদয়ের হাতে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করলেও পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আটটি সেলাই দিতে হয়েছে। মেডিকেল টিম তাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে।’
মঙ্গলবার ঢাকার মিরপুরে শেরে-ই বাংলার মাঠে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে পয়েন্ট থেকে ক্যাচ নেওয়ার সময় হৃদয় হাতের আঙুলে চোট পান।
বিপিএলে ঢাকা পর্বে টানা চার ম্যাচ জিতেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের সামনে এখন চট্টগ্রাম পর্ব। আগামী পরশু (১৩ জানুয়ারি) থেকে চট্টগ্রামের পর্বে দেখা যাবে না তরুণ ব্যাটার হৃদয়কে। এমন কী আগামী ২৩ জানুয়ারি থেকে ঢাকায় ফিরতি পর্বেও নিশ্চিত নন তিনি। তবে বিপিএলের সিলেট পর্ব থেকে ফের মাঠে দেখা যেতে পারে হৃদয়কে।
এবারের আসরে হৃদয় রানবন্যা বইয়ে দিচ্ছেন। টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করে হয়েছেন ম্যাচসেরা।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে