সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল সাধারণ সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাদিম রহমান।


সহ-সম্পাদক পদে তিনি সর্বোচ্চ ৭০৭ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে মোহাম্মদ তোফায়েল আহমদ ৫৫৮ ভোট ও এ.এইচ.এম. ওয়াসিম ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

অ্যাডভোকেট নাদিম রহমান একজন আইনজীবী পরিবের সদস্য। তার চাচা বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান তোতা উকিল। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী।

এছাড়াও তিনি সামাজিক বিভিন্ন কার্যক্রম ও সংগঠনের সাথে সম্পৃক্ত। নাদিম রহমান ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবের সদস্য, টিলাগড় ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও ভাটাটিকর যুব সংঘের সাধারণ সম্পাদক।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১০