হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে মারা যান। শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  


এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

দেওয়ান আব্দুল মতিন ফাউন্ডেশন, তেলিয়াপাড়ার পক্ষ থেকেও শোক জানানো হয়। নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১০