হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (র:) ৬৮২ তম উরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ গরু জবাই করে উরসের উদ্বোধন করেন।


এদিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সার্বক্ষণিক উপস্থিত থেকে সব ধরণের কার্যক্রম তদারকি করছেন।

সন্ধ্যায় চুলোয় আগুন দেওয়ার মাধ্যমে শিরনী রান্নার কাজ উদ্বোধন করেন মেয়র। এসময় মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মেয়র ফজলুর রহমান সিলেটভিউকে জানান, শিরনির জন্য এবার প্রায় ২০টি গরু ও ৪টি ছাগল জবাই হয়েছে। পৌরসভার পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ‍্যুৎ সুবিধা, পানি সরবরাহ, শিরনি বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

ইতিমধ্যে ৫৩ বস্তা চাল বিভিন্ন ব‍্যক্তিবর্গ শিরনির জন্য প্রদান করেছেন বলে জানান মেয়র ।


সিলেটভিউ২৪ডটকম/টিএফ/পিডি