অধিনায়ক নাসির হোসেন ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে ঢাকা ডমিনেটর্সের রান ১০০’ও পার হতো কি না সন্দেহ। ৩১ বলে ৩৯ রান করে ঢাকার সম্মান খানিকটা রক্ষা করেছেন নাসির হোসেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাকার্সকে ১২৯ রানের লক্ষ্য দিতে পেরেছে ঢাকা ডমিনেটর্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে তারা।
ঢাকায়ও এই দুই দল একবার মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচে সিলেট করেছিলে ৮ উইকেটে ২০১ রান। জবাবে ঢাকা অলআউট হয় ১৩৯ রানে। ৬২ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।
এবার টস জিতে নিজেরাই প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ডমিনেটর্স। ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে নাসির হোসেনের দল। রুবেলের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সৌম্য। এবারের বিপিএলে এখনও পর্যন্ত পুরোপুরি ব্যর্থ জাতীয় দলের এই ওপেনার।
আফগান ওপেনার উসমান গনি ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস মাঠে নামলেন আর উঠলেন। গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন তিনি।
মোহাম্মদ মিঠুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল হক। তাসকিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।
সিলেটের হয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, মোহাম্মদ আমির এবং নাজমুল ইসলাম। মাশরাফি ১ ওভার বল করে ৪ রান দেন। উইকেট পাননি।
সিলেটভিউ২৪ডটকম / জাগোনিউজ / ডি.আর