শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সাথে শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় রেজিস্ট্রার বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বিভিন্ন সংকট ও সম্ভাবনা সমাজের মানুষের সামনে তারা তুলে ধরে থাকেন। রেজিস্ট্রার দপ্তরের সাথে শাবি প্রেসক্লাবের সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে অতীতের ন্যায় ভবিষ্যতে রেজিস্ট্রার দপ্তর সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।
প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহের ক্ষেত্রে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাদের সাথে সাংবাদিকদের নানা কারণে যোগাযোগ করতে হয়। ফলে এ দপ্তরের সবার সাথে সাংবাদিকদের সম্পর্ক অনেক জোরালো। এসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করে সর্বদা সাংবাদিকদের সহযোগিতা করা আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার মো. নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন শিশির, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / নোমান/ নাজাত-০৪