বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখার সহ সভাপতি শামসুল ইসলামের স্থায়ীভাবে স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।
যুবলীগ কাতার শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি আলাউদ্দিন আলী, সহ সভাপতি আতিকুল মাওলা মিঠু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আজাদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, যুব নেতা মোজাম্মেল হোসেন সোহাগ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিন্টু, যুবলীগ কাতার শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুল হাওলাদার, মাহমুদ চৌধুরী, বশির খান, শাহ জালাল টিটু, মিজানুর রহমান সহ আরও অনেকে।
সিলেটভিউ২৪ডটকম/শুয়াইব/এসডি-৩৯