স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন পরবর্তী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর  তত্ত্বাবধানে ১৯ জানুয়ারি পূর্ব লন্ডনে রিজেন্ট লেইক বেংকুইটি হলে অনুস্টিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।


 
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় চলমান গণতন্ত্র পুনরুদ্ধার  ও ভোটাধিকার প্রতিস্টার আন্দোলনে  যে সকল সহকর্মীবৃন্দ আত্ম উৎসর্গ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া চান। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া র দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিভিন্ন ভাবে অত্যাচারিত, নির্যাতিত  ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত সকল নেতাকর্মীদের ধৈর্য ধারনের শক্তির জন্য দোয়া কামনা করেন।   


তিনি বলেন, ‘’আজকে এখানে আমরা এমন একজন  ব্যক্তির  জন্মবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে সবাই একত্রিত হয়েছি যাকে বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতায়, ভোটাধিকার প্রতিষ্ঠায়, বাকস্বাধীনতায় ও মানবাধিকারে বিশ্বাসী সকল পেশাশ্রেণীর মানুস পছন্দ করেন,  তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তিনি বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রে সুচনা করেছিলন,  বাংলাদেশের মানুষের কাছে ভোটের অধিকার প্রতিস্টা করেছিলেন। শহীদ জিয়ার আত্মা সবচেয়ে বেশী খুশি হবে ও শান্তি পাবে সেইদিন, যেদিন তাঁর আত্মা দেখতে পাবে তিনি যে কারনে শহীদ হয়েছেন  এবং যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে  রাত দিন পরিশ্রম করে মানুষের  অধিকার প্রতিস্টা করেছিলেন, তা  তাঁর কর্মীরা  ও  দল প্রতিস্টা করেতে সক্ষম হয়েছে । আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য দোয়ার পাশাপাশি  আরো দোয়া চাই  মহান আল্লাহ দরবারে তিনি  যেন আমদের সেই শক্তি ও তৌফিক দান করেন যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা  বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্ধার ও  মানুষের ভোটের অধিকারকে আগামী দিনে প্রতিস্টা করেতে পারে ।  
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কাহার। 

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  ব্যারিস্টার এম এ সালাম, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, ড্যাবের যুগ্ম  মহাসচিব ডা. সাওরকার মাহবুব আহমেদ শামিম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, সাংবাদিক সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি  গোলাম রাব্বানি সোহেল, ব্যারিস্টার কারু জ্জামান, সলিসিটর ইকরামুল হক মজুমদার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু,  আবেদ রাজা, এম এ মুকিত, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামিম,  সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান  খসরু, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান, আজমল চৌধুরী জাবেদ, সাবেক সিনিয়র যুগ্ম শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, যুক্তরাজ্য  সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, সাবেক সহ সাধারণ সম্পাদক সাহ্মসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমেদ, আব্দুল বাসিত বাদশা, বাবুল  আহমেদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, শাহিন মিয়া, টিপু আহমেদ, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন,  সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর  শাহজাহান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, জাসাসের সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ, সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম,  নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, সাসেক্স বিএপেনপির সভাপতি তফজ্জুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক লিটন, খালেদ চৌধুরী, আমিনুর রহমান আকরাম, শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, শরিফুল ইসলাম, সুজাত আহমেদ, তপু শেখ প্রমুখ।  

সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৪