সিলেট মহানগরের মিরাবাজারের আগপাড়ার মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসায় অসামাজিক কার্যকলাপ হচ্ছিলো দীর্ঘদিন ধরে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সে বাসায় অভিযান চালিয়ে ৩ নারী ও ২ পুরুষকে আটক করেছে কোতোয়োলি থানাপুলিশ। 


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ রাত সাড়ে ১২টার দিকে সিলেটভিউ-কে জানান- ওই বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে পতিতাবৃত্তি করানো হতো। ধারণা করা যাচ্ছে- নিজেদের মধ্যে দেনদরবারের এক পর্যায়ে তাদের কয়েকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা এসে বিষয়টি ধরতে পারেন এবং পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ৩ নারী ও ২ পুরুষকে আটক করা হয়। আটককৃতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে। 

ওই বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু কনডম পাওয়া গেছে বলে ওসি জানান।

স্থানীয়রা জানান, ৮৫/বি নং বাসাটি ৪ তলা। এর মালিক দুদু মিয়া প্রবাসে থাকেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি বাসাটির দেখভাল করেন। এ বাসার চতুর্থ তলার ইউনিটটি এক মাস আগে এক নারী ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তার স্বামী প্রবাসে আছেন বলে জানান। ওই নারী এ বাসায় ভাড়া আসার পরই তার ঘরে দিন-রাতের বিভিন্ন সময় পুরুষদের আনাগোনা দেখে বাসাটির অন্যান্য ভাড়াটে কেয়ারটেকারের কাছে অভিযোগ করলেও তিনি এতে কর্ণপাত করেননি।

স্থানীয়দের অভিযোগ- ওই বাসার কেয়ারটেকার এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তাকেও গ্রেফতারের দাবি জানান তারা।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম