নিজ শহর সিলেটে এসে পৌঁছেছে সিলেট স্ট্রাইকার্স। আগামী ২৭ জানুয়ারি বিপিএল এর নবব আসরে সিলেট ভেন্যুর খেলা শুরু হবে। বুধবার(২৫জানুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাশরাফী বিন মোর্ত্তজা-মোহাম্মদ আমিররা।

 


এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মোট তিনটি আলাদা ভেন্যুতে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এরমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম পর্বে ইতোমধ্যে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয়েছে। এখন কেবল বাকি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সিলেটে আসার পর নগরীর বিভিন্ন এলাকায় সিলেট স্ট্রাইকার্সটিম বাস নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটির আয়োজক হিসেবে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের পার্টনার অরগানাইজেশান, সামাজিক প্ল্যাটফর্মসেভ সিলেট পরিবার।

বিমান বন্দর থেকে শোভাযাত্রার শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরবে। কয়েকশত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছে বলে জানা গেছে। আগামী ২৭ জানুয়ারি দুপুর ২:৩০ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স

 

সিলেট পর্ব

২৭ জানুয়ারি - রংপুর রাইডার্স - সিলেট স্ট্রাইকার্স - দুপুর ২:৩০ - সিলেট

২৭ জানুয়ারি - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - ফরচুন বরিশাল - সন্ধ্যা ৭.১৫ - সিলেট

২৮ জানুয়ারি - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খুলনা টাইগার্স - দুপুর ২:০০ - সিলেট

২৮ জানুয়ারি - চট্টগ্রাম চ্যালেঞ্জার্স - সিলেট স্ট্রাইকার্স - সন্ধ্যা ০৭ টা - সিলেট

৩০ জানুয়ারি - ঢাকা ডমিনেটর - রংপুর রাইডার্স - দুপুর ২.০০ - সিলেট

৩০ জানুয়ারি - খুলনা টাইগার্স - সিলেট স্ট্রাইকার্স - সন্ধ্যা ৭.০০ - সিলেট

৩১ জানুয়ারি - ঢাকা ডমিনেটর - ফরচুন বরিশাল - দুপুর ২.০০ - সিলেট

৩১ জানুয়ারি - কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খুলনা টাইগার্স - সন্ধ্যা ৭.০০ - সিলেট

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩