‘এখনি কাজ  শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্যের আলোকে ২৯ জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে হীড বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


আলোচনা সভায় সিলেট বিভাগীয় প্রাক্তন পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায় বলেন, হীড বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন রকম অবদান রেখে আসছে। চিকিৎসা, শিক্ষা, অর্থনৈতিক এই সব কিছু নিয়ে কাজ করে। হীড বাংলাদেশ ১৯৭৬ সাল থেকে কুষ্ঠ রোগ নিয়ে কাজ করে যাচ্ছে। কুষ্ঠ রোগ নিরাময়ে সিভিল সার্জনের সকল কর্মকর্তাবৃন্দকে এক হয়ে কাজ করতে বলেন। এসময় জননেত্রী শেখ হাসিনার ৩০ সালের পূর্বে কুষ্ঠ নিরাময় করার জন্য সকলকে কাজ করতে বলেন।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিলেট জেলা সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওসিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়, এমওডিসি ডা. আহমদ শাহরিয়ার, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল, হীড বাংলাদেশ কমলগঞ্জের লেপ্রোসী প্রজেক্ট ইনচার্য জিন্নাত আরা জিনিয়া সহ সিলেট জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন।

 

সব শেষে হীড বাংলাদেশ এর শুভকামনা পোষণ করে অনুষ্ঠান শেষ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫