সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী বলেছেন, ‍“লুটপাট, দুর্নীতি, দুঃশাসনে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগনের দিকে সরকারের কোন দৃষ্টি নাই। নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে এনে দেশের মালিকানা জনগনের মাঝে ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর। আওয়ামী দুঃশাসনের পতন ঘন্টা বাজতে শুরু করেছে জনগন।”

 


মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে এবং বিদুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি রেজিষ্টারী মাঠে সিলেটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগরের ৬ নং ওয়ার্ডের বাদামবাগিছা বাজারে বিএনপির লিফলেট বিতরণকালে এ কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ হুসেন সাবু, আনছার আহমদ, রফিক আহমদ, আব্দুল হান্নান, সামীম আহমদ, নাছির খন্দকার, আজম খান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮