সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
সোমবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরস্থ নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নালীউরি গণমিলনায়তনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সভাপতি মো. মিসবাহ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উপদেষ্টা সমিক সহিদ জাহান, জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবী রাণী চন্দ, সেলিনা বেগম সোমান রাণী দেব, পপী ভট্টাচার্য্য, শারমীন আক্তার, নালীউরী গণমিলনায়তনের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রেজা, সহ সাধারণ সম্পাদক সরদার জাহীদ অপু, ক্রীড়া সম্পাদক মাজেদ আহমদ, সদস্য জাকের আহমদ, জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন, শিক্ষক সালাম মিয়া, সুপার ভাইজার রায়হান খান, অভিভাবক সুশান্ত দাশ, জিডিএফ’র সাধারণ সদস্য জেসমিন বেগম, নাগরিক পরিষদের সদস্য নাদিম খান, স্কুলের দপ্তরী জালাল আহমদ প্রমুখ।
সোমাবার সকাল ৯টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা সফরে উদ্দেশ্যে নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থীদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কুশল বিনিময় করেন।
পরে ঢাকাদক্ষিণস্থ চাঁন মিয়ার আনারস বাগান পরিদর্শনকালে প্রতিবন্ধী শিক্ষার্থীরা টিলার সর্বোচ্চ চুড়াতে উঠে আনন্দ-উল্লাস করে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস দেখে উপস্থিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন নালীউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০