শেরপুরের শ্রীবরদীতে হাসান মিয়া (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান ওই এলাকার গাজীউর রহমানের ছেলে।
আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকার নিহতের বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, তাতিহাটি নয়াপাড়া বাজারের মনোহরী দোকানদার গাজীউর রহমানের দুই ছেলে দুই মেয়ে। হাসান মিয়া ভাই বোনের মধ্যে তৃতীয়। সে এবার এসএসসি পাশ করেছে। ভর্তি হবে তাতিহাটি আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে।
নিহত হাসানের মা হেলেনা বেগম জানান, কয়েকদিন থেকে হাসান কলেজে ভর্তি হওয়ার কথা বলছে। বাড়িতে সে কিছুই বলেনি। আজ বুধবার দুপুরে খাবার খেয়ে সে ঘরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে রহস্যজনক কারণে গলায় মাফলার পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যার পর ঘরে গিয়ে দেখতে পায় তার ছেলে হাসান ঘরের আড়ার সাথে ঝুলে আছে।
তিনি বলেন, 'পোলাডা কলেজে ভর্তি অইবো। আমারে কইলো খাবার দেও। আমি খাবার দিলাম। খাইয়া শুয়ে পড়ছে। আমি বাইরে থাইকা আইয়া দেহি পোলাডা ধন্যার সাথে লটকা আছে।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, 'হাসান মিয়ার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।'
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৪
সূত্র : কালের কন্ঠ