সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমির এক শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই অবরোধের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা এই অবরোধ ছিল। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গোলাপগঞ্জ এমপি একাডেমি ইংরেজি বিষয়ের শিক্ষক দেবব্রত চৌধুরীকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুন দায়েরকৃত একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শিক্ষককে গ্রেফতারের বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে এমসি একাডেমির শিক্ষার্থীরা সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। তারা শিক্ষকের মুক্তি চেয়ে বিক্ষোভ করেন।
গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম সিলেটভিউকে জানান, ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেনি। তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি টিম।
ওসি জানান, আদালতে আত্মসমর্পণের শর্তে ওই শিক্ষককে কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে