যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোতালিব চৌধুরীর উদ্যোগে সিলেটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে তাঁর নিজ বাসভবন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের কোষাধ্যক্ষ ছামির মাহমুদ ও স্কটল্যান্ড প্রবাসী আব্দুল মোতালিব চৌধুরী।
পরে তিনি রাতে সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেটস্থ জগন্নাথপুর উপজেলা সমিতির কোষাধ্যক্ষ মো. কোহিনূর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ এবং লেক সিটি ওয়েল ফেয়ার সোসাইটি আখালিয়া সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার শাহী, জগদীশপুর ঐক্য কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মো. নাজমুস সাকিব প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১