সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলন অনুষ্ঠান আয়োজিত হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। বৃহৎ এ আয়োজন উপলক্ষে গত দুই মাস ধরে চলছে ব্যাপক প্রস্তুতি।
 

ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিতে উৎসাহ-উদ্দীপনায় রেজিস্ট্রেশন করছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ ফেব্রুয়ারি) নগরীর শিবগঞ্জের লামাপাড়া উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন।
 


প্রবাসী লামাপাড়া হাতিমালিয়ানদের সৌজন্যে আয়োজিত এই রেজিস্ট্রেশন কার্যক্রম আয়োজিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমদ, কয়ছর আহমদ, কয়েছ আহমদ, আহমদ আল কবীর, জুনেদ আরমান, আজাদুর রহমান কুটন, মো. লামাপাড়া জামে মসজিদের মুতয়াল্লি ফারুক আহমদ, অ্যাডভোকেট কামরুল আহমদ।
 

অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- মোহিনী সমাজ কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সামির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মাহতাবুর রহমান শাহীন, আনোয়ারুজ্জামান চৌধুরী সাজু প্রমুখ।
 

রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহনকারীরা পুনর্মিলনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামগ্রিক আয়োজনকে সফল করার আহবান জানান।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১