“সকল লোক আলেম হতে ইসলাম বাধ্য করেনা। কোন এলাকায় একজন লোক হক্কানী আলেম হতে পারলে তার জন্য পুরো এলাকা আলোকিত হবে। আর নিজের এলাকাকে আলোকিত করতে হলে সন্তানদের মাদরাসায় ভর্তি করতে হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন লোক বড় আলেম হয়েও তিনি চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হতে পারবেন। বর্তমান সরকার সে সুযোগ করে দিয়েছেন। সে সুযোগ কাজে লাগাতে হবে। সদকায়ে জারিয়া ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়েন ও গড়তে সহায়তা করেন কিয়ামত পর্যন্ত তাঁদের সদকা চলতে থাকে। এক অজো পাড়া গা জকিগঞ্জের ফুলতলীতে আল্লাহর এক ওলির বদৌলতে গ্রামটি আলোকিত হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ফুলতলীতে আসেন। এলাকাবাসীর আন্তরিকতা থাকলে প্রতিষ্ঠান চলতে থাকবে। প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মত ভালোবাসতে হবে। আল্লাহ কোন কিছু কবুল করলে সেটায় বরকত বাড়তে থাকে।”
 

কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী।
 


তিনি রবিবার দুপুর ২টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে প্রতিষ্টিত জুড়ী মোহাম্মদীয় দারুস সুন্নাহ মাদরাসার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 

মাদ্রাসার ভূমিদাতা পরিবারের সদস্য ও পরিচালনা কমিটির আহবায়ক মাসুক মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম সরকারের পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন- নয়াবাজার আহমদীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব মতছিন আলী, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তোতা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ জামাদুল ইসলাম, মুরব্বী সেলিম আহমদ, আজমল আলী আখল, ইসহাক আলী, ছত্তার আলী, আব্দুস সহিদ, আব্দুল মতিন চৌধুরী, শামীম আহমদ, আসুক আহমদ, আব্দুল মতিন, রফিক উদ্দিন প্রমুখ।
 

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার এম এ মকসুদ জুনেদ। কোরআন তেলাওয়াত করেন বেলাল আহমদ।
 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৮