মহান একুশ ফেব্রুয়ারি বাংলা ভাষা ব্যবহারিকদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। এই দিনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিদানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে সিলেট জেলা পুলিশ রচনা প্রতিযোগীতা আয়োজন করেছে।
আগামী মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে উক্ত রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। উক্ত রচনা প্রতিযোগীতায় ৩ ধাপে পুলিশ পরিবারের সদস্য ও পুলিশ সদস্য অংশগ্রহণ করতে পারবেন। স্কুল পড়ুয়া পুলিশ পরিবারের সদস্যরা লিপিবদ্ধকৃত ১২০০ শব্দের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে রচনা লিখতে হবে। কলেজ/ বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুলিশ পরিবারের সদস্যরা লিপিবদ্ধকৃত ২০০০ শব্দের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ও স্বাধীনতা যুদ্ধে এর প্রভাব বিষয়ে রচনা লিখতে হবে।
এছাড়াও পুলিশের কনস্টেবল হতে তদূর্ধ্ব পুলিশ কর্মকর্তা / কর্মচারী, লিপিবদ্ধকৃত ২০০০ শব্দের মধ্যে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভুমিকা বিষয়ে রচনা লিখতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৮/০২/২০২৩ তারিখের মধ্যে রিজার্ভ অফিস সিলেটে আবেদন দাখিল করতে হবে।
বিষয়ের তথ্যটি সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনে ফেইসবুক ওয়াল থেকে নেয়া।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-২১