উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর অন্যতম খলিফা শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ১ম ইন্তেকাল বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
 

এ উপলক্ষে মঙ্গলবার জকিগঞ্জের রারাই গ্রামস্থ তাঁর বাড়ির পাশের মাঠে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
 


মাহফিলে দেশ বিদেশে শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ বলেন, আল্লামা হবিবুর রহমান রহ. ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মূর্ত প্রতীক। পার্থিব লোভ লালসা তাঁকে আপোষহীন নীতি থেকে একটুও সরাতে পারেনি। বাতিলের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আল্লামা হবিবুর রহমান ইবাদতগুজার বান্দা ছিলেন। হাদিস ও কিতাব অধ্যয়নে দিনরাতের বেশিরভাগ সময় অতিবাহিত করতেন। শেষ রাতে তাহাজ্জুদে নিমগ্ন হতেন। সারাজীবন রাসুল (সা.) এর সুন্নাতকে আঁকড়ে ধরে রেখেছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি হাদীসে নববীর খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইলমে হাদীসের অনন্য দিকপাল ও তরীকতের একজন শ্রেষ্ঠ বুযুর্গ এবং উচুস্তরের একজন ওলী ছিলেন। তিনি সারাজীবন কুরআন-সুন্নাহর প্রচার-প্রসার করে গোমরাহীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি রাসূল (সা.) এর ইত্তেবা করে গেছেন। একজন মুমিনের যত উন্নত গুণাবলি থাকা প্রয়োজন তাঁর মাঝে এসবই ছিল। তিনি ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সকল বিষয়ের উপরই বিজ্ঞ ছিলেন। শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
 

১ম ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত মুরিদীন মুহিব্বীন গণ মাহফিলে অংশগ্রহণ করে মাজার জিয়ারত, যিকির আযকারে মগ্ন ছিলেন।
 

সকাল ১০ টায় খতমে কোরআন, খতমে বোখারী, মিলাদ শরীফের পর মুহাদ্দিস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলালের দোয়ার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়ে ধারাবাহিকভাবে মাহফিলে ওয়াজ নসিহত করছেন দেশ বিদেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ। বুধবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাত করে কার্যক্রম শেষ হবে।
 

মাহফিলে মুহাদ্দিস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির তালীম তরবিয়ত প্রদান করেন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ইউসরি রুশদী জাবর আল হাসানী, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, ভারতের উজানডিহীর পীর সৈয়দ মোস্তাক আহমদ আল-মাদানী, সৈয়দ জুনাইদ আহমদ মাদানী, দারুল হাদীস লতিফিয়া লন্ডনের গভর্ণিং বডির চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, অস্ট্রেলিয়া প্রবাসী প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, শায়খ আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, সায়্যিদ মুরাদ আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দীন আলিপুরী, মুফতি বেলাল আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক মোশাহিদ আহমদ কামালী, গাছবাড়ী জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশির উদ্দীন, আল-ইসলাহ মহাসচিব মাওলানা মুফতি একেএম মনোহর আলী, কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাওলানা আজিজুর রহমান, দারুন নাজাত কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদ আহমদ, সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, লন্ডন প্রবাসী মুফতি মোহাম্মদ এহসান, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাবুদ্দীন খাদিমানী, মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইয়াসিন।
 

মাহফিলে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
 


সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-২৮