শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে শাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের শিক্ষকদের অবদান রয়েছে। ভবিষ্যতে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো করে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিশেষ ভূমিকা রয়েছে।’
এসময় গুচ্ছ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুচ্ছ নিয়ে এখন শিক্ষকদের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে শিক্ষকদের সঙ্গে সাধারণ সভায় আলোচনা যাওয়ার আগে সমিতির কার্যকরী সভায় আলোচনা করব। তারপর একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে।’
এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও উন্নত করার জন্য কাজ করে যাবেন বলে শিক্ষক সমিতির এ নেতা জানান।
তাছাড়া ক্যাম্পাসের প্রত্যেকটি বিল্ডিংয়ের সামনে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করার জন্য উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন বলে জানান অধ্যাপক কবির হোসেন।
‘সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বাড়ানোর জন্যও আমরা চেষ্টা করব। এতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মানসিক অবস্থাকে আরও উন্নত ও সমৃদ্ধ রাখতে পারবে।’
তিনি আরও জানান, ছাত্র শিক্ষকের সম্পর্কের উন্নয়নে তারা কাজ করে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চান বলেও জানান শিক্ষকদের এই নেতা।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকল কাজে শিক্ষক সমিতির পাশে শাবি প্রেসক্লাব ছিল এবং ভবিষ্যতেও থাকবে জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ‘সকল ইতিবাচক কাজে আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতা করব। আমরা আশা করি এই বিশ্ববিদ্যালয় সামনের দিনগুলোতে তার সকল পরিকল্পনা বাস্তবায়ন করে এগিয়ে যাবে।’
সেক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার সঙ্গে সঙ্গে সাংবাদিকরা অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরপর প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষক সমিতির নতুন কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় শিক্ষক সমিতির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব ও সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া।
প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- সহ সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব, সাধারণ সদস্য হাবিবুল হাসান রিজভী, নাঈম আহমদ শুভ ও নোমান ফয়সাল।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৬