পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেছেন, গান মানুষের মনের খোরাক, এই গান আমাদের সংস্কৃতিক এগিয়ে নিয়েছে। বাউলরা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, তারা মানব সেবক,গানের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা বলেন। অপসংস্কৃতিকে দূর করতে সুস্থ ধারার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাউলরা কাজ করছেন। সুস্থ ধারার মরমি ও বাউল গানের হারানো ঐতিহ্য ফিরেয়ে আনতে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমি আশাকরি বাউল কল্যাণ সমিতি তাদের এই ধারা অব্যাহত রেখে সুস্থ ধারার বাউল গানের পক্ষে কাজ করে যাবে।
 

শফিউল আলম জুয়েল শুক্রবার রাতে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে ড. মোমেন ফাউন্ডেশন চেয়ারম্যান সেলিনা মোমেন ও দেশ বিদেশের সংগীত অনুরাগীদের আর্থিক সহযোগীতায় গরীব অসহায় মানুষের মধ্যে ও বাউল শিল্পী যন্ত্র শিল্পীদের'কে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে সিলেট নগরীর জিন্দাবাজারস্ত কবি নজরুল একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 


বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী সংগীত শিল্পী ও জগন্নাথপুর উপজেলা কালচার্রাল ফোরাম ইউ'কের সাধারণ সম্পাদক শাহ্ টুনু মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি বাউল লাল মিয়া,বাউল বিরহী কালা মিয়া।
 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি, বাউল সূর্য লাল দাস, বাউল মিনারা বেগম, সাংবাদিক এম মুজিবুর রহমান, কবি সাংবাদিক নিলুফা ইয়াছমিন, গীতিকার এখলাছুর রহমান আজাদ, বোরহান উদ্দিন ভাণ্ডারী, গীতিকার উস্তার উদ্দিন, সৈলেন দাস, বাউল শিল্পী সুভাগ্য রুবি, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক বশর উদ্দিন, প্রচার সম্পাদক গীতিকার তছির আলী, বাউল শিতন দাস ও ছাবিনা আক্তার রুজি সংগীত অনুরাগী ইমরান ঢালি, শিপলু মিয়া প্রমুখ।
 

অনুষ্ঠানে সিলেট বিভাগের শতাধিক বাউল যন্ত্র শিল্পীদের'কে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

অনুষ্ঠানের শুরুতে বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের পৃষ্ঠপোষক বিশিষ্ট সংগীত অনুরাগী অসুস্থ আব্দুল জব্বার জলিল ও সিলেট বিভাগের অসুস্থ প্রবীণ বাউল শিল্পী যন্ত্র শিল্পীসহ এই অনুষ্ঠানে দেশ বিদেশের যেসকল পৃষ্ঠপোষকরা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
 

দোয়া পরিচালনা করেন নগরীর আগপাড়া জামে মসজিদের সানি ইমাম হাফিজ হোসাইন আহমদ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪