বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি।
শনিবার সকাল ১২ টায় উপজেলার করিমপুর ইউনিয়নে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ দাসের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক মাশুক মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কয়ছর ইসলাম, সালাউদ্দিন তালুকদার, লেচু মিয়া, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়া, বিএনপি নেতা লিপন মিয়া, যুবদল নেতা আইবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ডালিম সর্দার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহিদুর রহমান তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক উদুদ মিয়া, মোক্তার হোসেন সর্দার, নুরুজ্জামান সর্দার, জিয়াউর রহমান, জহির মিয়া, ইলিয়াস মিয়া, জাহাঙ্গীর, তকবুল হোসেল, মুজিবুর রহমান, তফাজ্জল হোসেন, হামিদ আলী, টুনু দাস, মরম আলী, দিপক দাস, ফারুক মিয়া, আফিকুল ইসলাম প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৩