সিলেট মহানগরের আখালিয়া নয়াবাজারে দেড় ফুট ড্রেনের উপর ৬ ফুট স্ল্যাব নির্মাণের অনিয়মের ঘটনার সত্যতা পেয়েছে সিটি করপোরেশন। বিভাগের শীর্ষ পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪’-এ শুক্রবার দিবাগত রাতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ও প্রকৌশল শাখার প্রতিনিধি দল।

পরে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সিলেটভিউ-কে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।


জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের আখালিয়া নয়াবাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছিল। রাস্তার পাশের পুরনো ড্রেন ভেঙ্গে ৬ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। তবে গেল কয়েক মাস ধরে ড্রেন নির্মাণের কাজ বন্ধ ছিল। গত বৃহস্পতিবার সকালে ড্রেনের অসমাপ্ত কাজ শুরু করেন ঠিকাদারের লোকজন। এসময় পুরনো দেড় ফুটের ড্রেন না ভেঙ্গে সেটির উপর ৬ ফুট প্রশস্ত স্ল্যাব নির্মাণ শুরু করেন শ্রমিকরা। অনিয়মের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন।

অনিয়মের এই বিষয় নিয়ে শুক্রবার দিবাগত রাতে ‘সিলেটভিউ২৪’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর শনিবার সকালে সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাক্কুসহ একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে। এসময় ৬ ফুট স্ল্যাবের আড়ালে দেড় ফুট ড্রেন নির্মাণের সত্যতা পান। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিলেটভিউ-কে জানান, সরেজমিনে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদার কবীর হোসেনকে শোকজ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


সিলেটভিউ২৪ডটকম / শাদিআচৌ / ডালিম