নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, '২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি দুই হাজার ৫৫২টি গাড়ি, ২৯টি ট্রেন, ৯টি লঞ্চ পুড়িয়েছে। দুই হাজার ৩৬ জন সাধারণ মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে। তার মধ্যে পাঁচশ জন মানুষ নিহত হয়েছেন।

এগুলো যদি রাজনীতি হয় তাদের ভোট দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৬ জন সদস্যকে হত্যা করা করেছিল, একদিনে পাঁচশ জায়গায় বোমা হামলা করেছে বিএনপি।


শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে আজ কেউ অবজ্ঞা করতে পারে না। তিনি তার বাবার স্বপ্ন পূরণ করতে চান। আমরা বলেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমারটা হয়নি। তার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে অন্ন বস্ত্র থাকবে।'

শামীম ওসমান বলেন, 'বিএনপিতে এখন দুটো গ্রুপ। আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায় কিন্তু ভাইয়া গ্রুপ চায় না। তারা দেশে এনার্কী (নৈরাজ্য) সৃষ্টি করতে চায়। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে ওরা এগুলো করছে।'

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬