কানাইঘাটের গাছবাড়ী এলাকার দুর্ভোগ পানি নিষ্কাশনের কাজ পরিদর্শন করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোমিন চৌধুরী।
রবিবার দুপুরে গাছবাড়ী এলাকায় এ কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, সিলেট-৫ আসনের সাংসদ সদস্য ড. হাফিজ আহমেদ মজুমদারের প্রচেষ্ঠায় গাছবাড়ী বাজার উত্তর বন্দের পানি নিয়ে দীর্ঘ দিনের ঝামেলায় নিরসনে সফল হয়েছি। তাঁর অনুরোধে গাছবাড়ী এলাকার দুর্ভোগ পানি নিষ্কাশনের কাজ পরিদর্শন করতে এসেছি। অল্প দিনের ভিতরে স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি।
তাই তিনি এলাকাবাসী ও আগফৌদ নারাইনপুর গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বিগত ভয়াবহ বন্যায় সিলেট রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রধানমন্ত্রী এসব ক্ষতিগ্রস্থ প্রকল্পসমূহ বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, যুক্তরাষ্ট নিউজার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাইী, ব্যবসায়ী এম এ বাবার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮