বিপিএল ফাইনালের আগে থাকছে কনসার্টের আয়োজন। দেশি কয়েকটি ব্যান্ড নিয়ে এই কনসার্ট আয়োজন করা হবে। বিসিবির প্রধান নির্বাহী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নিজাম উদ্দিন চৌধুরি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। তার আগে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচের পর থাকছে আতশবাজি ও বিম শো।
সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি ফাইনালের দিন কিছু বাড়তি ব্যবস্থা থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের দেশের যেসব নামকরা ব্যান্ড আছে, তাদের মধ্য থেকে কয়েকটিকে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য।’
বিসিবির প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করছি বড় যেসব ব্যান্ড আছে... বিশেষ করে জেমস (নগরবাউল), ওয়ারফেজ, মাকসুদ (মাকসুদ ও ঢাকা) ভাই আছেন। প্রাথমিকভাবে উনাদের সঙ্গেই কথা হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৫