বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ বিজনেস কমিউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের নব নির্বাচিত পরিচালনা কমিটির প্রতিনিধি দল।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির উপদেষ্টা মাজাহারুল হক নয়ন, সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, সিনিয়র সহ সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাসান সোহাগ। এছাড়া বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান সহ দূতাবাসের প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিজনেস কমিউনিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ দূতাবাসকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম / এ.এ / ডি.আর