বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে রান সংগ্রহে অনন্য নজির গড়লেন নাজমুল হোসেন শান্ত। 

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রিলি রুশো বিপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৫৫৮ রান করেন। 


বিপিএলের চলমান নবম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন নাজমুল হোসেন শান্ত। তবে বিপিএলের নয় আসরের ইতিহাসে রান সংগ্রহের দিক থেকে তিনি দ্বিতীয় পজিশনে আছে। 

বিপিএলের এবারের আসরে ১৫ ম্যাচে ৪টি ফিফটির সাহায্যে ৩৯.৬৯ গড়ে ৫১৬ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তারকা ওপেনার শান্ত। 

বিপিএলের এবারের আসরে রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছেন রংপুর রাইডার্সের তারকা ওপেনার রনি তালুকাদার। তার দল ফাইনালের আগেই বিদায় নেয়। রনি ১৩ ম্যাচে তিন ফিফটির সাহায্যে ৪২৫ রান করেন। 

এই তালিকায় তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন সিলেটের তৌহিদ হৃদয় ও ফরচুন বরিশালের সাকিব আল হাসান। হৃদয় ১৩ ম্যাচে করেন ৪০৩ রান। ১৩ ম্যাচে ৩৭৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করেন সাকিব।


সিলেটভিউ২৪ডটকম / যুগান্তর / ডালিম