সিলেট নগরীর ৭নং ওয়ার্ডে জালালাবাদ আবাসিক এলাকার ১নং জামে মসিজেদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
তিনি মুসল্লিদের এবং পথচারীদের শারিরীক খোঁজ খবর নেন। অত্র এলাকাবাসী সহ সবাইকে নিয়ে সিলেট নগরীকে আদর্শ নগরী গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার জন্য সকলের দোয়া চেয়েছেন। তিনি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, মুরব্বী হায়াত আহমদ, মোতাওয়াল্লী জামাল উদ্দিন ছাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, কয়েছ উদ্দিন, সিলেট জেলা যুবলীগ শাহিন আহমদ, শিবলু আমিন,মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬