সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ মেলার উদ্বোধন করা হয়। 

সিলেট মহানগরের উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিলেট জেলার সভাপতি সাদেকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাওলানা খাইরুল হোসাইন, পরিচালক হুরায়রা ইফতার হোসেন, চেম্বারের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মনিপুড়ি বেনারসি তাতী জামদানী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার, সহসভাপতি তারেক আহমদ, মো. মনিরুজ্জামান, তাজুল ইসলাম ও তৈমুর রেজা প্রমুখ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃকিতক সংগঠনের নেতৃবৃন্দ।

মাসব্যাপী মেলার স্টলগুলোতে রয়েছে দেশি-বিদেশি পণ্যের সমাহার। এছাড়াও রয়েছে সুস্বাদু বিভিন্ন খাবারের দোকান। দু-একদিনের মধ্যেই মেলাটি জমে উঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম