সিলেট মহানগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার নাগরিকবৃন্দের সার্বিক কল্যানে সামাজিক কর্মসূচী পপরিচালনায় এক মতবিনিম সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা এক বিবৃতিতে জানান, ফেঞ্চুগঞ্জের নাগরিক যারা শহরে বসবাস করেন তাদের সামাজিক সার্বিক কল্যানের উদ্দেশ্যে কর্মসূচী নিতে ২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট শহরের জেলরোডস্হ হোটেল ডালাসে এক মতবিনিময় সভা আহবান করা হয়েছে। সভায় শহরে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীদের উপস্থিত থাকতে অনুরোধ কামনা করেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৫