হবিগঞ্জে এবার ৩ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
২০ ফেব্রুয়ারি সোমবার জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওযানো হবে।
রবিবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি জানান, শিশুদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ১ হাজার ৫৪৭ জন পাবে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৩ জন পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়াও জেলার ১ হাজার ৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ২৬৬, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭, সিএইচচসিপি থেকে ২১৫ ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে ৩ হাজার ৭৭০ জন।
প্রেস ব্রিফিংয়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ আদনান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০২