সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমুহ।
রবিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম রতনের পরিচালনায় মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন- আহবায়ক কমিটির সদস্য সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, শামসুদ্দীন মাস্টার, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান শেখ চান, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম রফিক, শাহাজান চৌধুরী, মাও. আবদুল মজিদ, ফজল মিয়া, হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আইনুল হক, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক আপন আহমদ, যুবলীগ নেতা সজিব রায়হান, আনোয়ার, ইয়ারুপ উদ্দিন, আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, জুয়েল, কামিল, ইকবাল হোসেন সুমন প্রমুখ।
বক্তারা বলেন, ছাতক ও দোয়ারাবাজার-এই দুই উপজেলায় আ’লীগ ও তার অঙ্গসংগঠনগুলোকে সু সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামীম আহমদ চৌধুরীকে নৌকা প্রতিকে সংসদে দেখতে চান ছাতক-দোয়ারাবাজারবাসী।
এর আগে সদ্য নির্বাচিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ নির্বাচিত সদস্যবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের স্বতস্ফূর্ত হাজারো জনতা।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১০