সিলেটের টিলাগড়ের সুমন কুমার দাস (৩৬) নামের যুবক গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি টিলাগড় গোপালটিলা এলাকার ৫১ নং বাসার রত্না রানী দাসের ছেলে।
ছেলে নিখোঁজের বিষয়ে রত্না রানী গত ৬ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন- গত ২০ জানুয়ারি সুমন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। পরে আর বাসায় ফিরেননি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খুঁজে সুমনকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত তিনি নিখোঁজ।
কেউ তার সন্ধান পেলে শাহপরাণ থানা অথবা সুমনের মায়ের মুঠোফোন নাম্বারে (০১৭১০৮৮৯৩১৬) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর