মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে দিরাই প্রেসক্লাব।
এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সহ সভাপতি শাহজান মাহমুদ হেলাল'র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোজাহিদ ইসলাম সরদারের সঞ্চালনায় দিরাই পৌরসভার জালাল সিটি'র কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিক সংগঠনটি।
প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন- দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, দপ্তর সম্পাদক রুমান আহমেদ, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমেদ সরদার, সদস্য জীবন সূত্রধর, মুহিবুর রহমান তালুকদার, দিপংকর বনিক দিপু, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২৮