শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে দিনব্যাপী। সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়িতে ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র ও মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা নিতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন সকল বয়সের মানুষ। উৎসাহ উদ্দীপনা নিয়ে দাঁতের চিকিৎসা নিচ্ছেন তারা। ফ্রি ডেন্টাল সেবা নিতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দাঁতের ফ্রি চিকিৎসা নিতে পারায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬