দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম।

 


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বিউফোর্ট ওয়েস্ট শহরে এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, হতাহতরা প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিউফোর্ট ওয়েস্ট শহরে পোঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-১২


সূত্র : ভোরের কাগজ