দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফকে ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জানান ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’র সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন।
এসময় তিনি ‘এয়ার এ্যাস্ট্রা’-কে সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করায় সিইও ইমরান আসিফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ‘এয়ার এ্যাস্ট্রা’। প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ঢাকা ও সিলেট থেকে ওয়ানওয়ে সর্বনিন্ম ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯৫ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারন করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে প্রতিদিন দুপুর ২টা ১০ এবং রাত ৮টায় সিলেটের উদ্দেশে ফ্লাইট ছাড়বে। আর সিলেট থেকে যথাক্রমে প্রতিদিন বিকাল ৩টায় এবং রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম