সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন থেকে ৫টি মহিষ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে লামাগ্রামের খাইসাব্রি নামক স্থান থেকে এসআই জনার্দন ও এএসআই মোঃজিতু মিয়া সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মহিষগুলো আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিরাতে ভারত থেকে গরু মহিষ পাচার করে একটি চক্র। তারা প্রতিদিন কয়েক শত গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি প্রায় সময় অভিযান চালিয়ে গরু মহিষ আটক করলেও পাচারকারীদের থামানো যাচ্ছে না।
অভিযোগ রয়েছে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসব গরু মহিষ বাংলাদেশে আসে। বিনিময়ে তিনি চাঁদা আদায় করে থাকেন। তার এই চাঁদার টাকা তুলতে মাঠ পর্যায়ে কাজ করেন এমরান হোসেন কালা, আবু সাইদ, গিয়াসউদ্দিন, মনির হোসেন, মাসুদ, রুকন ও ইউনুসসহ বেশ কয়েকজন।
স্থানীয়রা আরো জানান ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে এই এলাকার প্রায় শতাধিক লোক চোরাচালানের সাথে সম্পৃক্ত। রাতের আধারে তারা ৫'শ থেকে ৮'শ টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই কাজ করে থাকেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে সেখানে যায়। ভোররাতে কয়েকজন মহিষ নিয়ে যাচ্ছে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহিষগুলো আটক করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে মহিষগুলো কেউ ভারত থেকেই নিয়ে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/পল্লব-১৬